Logo

মৌলভীবাজারে বিএনসিসি’র স্বেচ্ছাসেবা কর্মসূচি অনুষ্ঠিত

রিপোটার : / ৫৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজার প্রতিনিধি ।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের আয়োজনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবা কর্মসূচি।

রোববার (২৪ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার সরকারি কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

অনুষ্ঠানে ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সালাহউদ্দিন আল মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।

স্বেচ্ছাসেবা কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে গণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নেয় মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শতাধিক ক্যাডেটরা।

র‍্যালিটি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্যাডেটরা রাস্তায় জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed