ষ্টাফ রিপোর্ট ।। তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় কমলগঞ্জের পৌর এলাকার কাজীরগাওঁ -এ আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো বৈদিক শিক্ষা কেন্দ্র গীতা স্কুল “গুরুকূল জ্ঞানগৃহ ”।
আজ ২৫ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজিরগাঁও গ্রামের স্বর্গীয় রমেশ করের বাড়িতে আয়োজিত এক ধর্মালোচনা শেষে এই বৈদিক শিক্ষা কেন্দ্র “গুরুকূল জ্ঞানগৃহ ” এর শুভ উদ্বোধন করেন টি ,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎরায় । উক্ত উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি.এস,এস. মৌলভীবাজার জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক শ্রী শম্ভু সরকার রবিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতনী প্রবাসী গ্রুপ বাংলাদেশের সমন্বয়কারী শ্রী নয়ন মালাকার ।
টি.এস.এস. কমলগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি শ্রী বিজয় মল্লিকের সভাপতিত্বে অনুষ্টিত উদ্ভোধনী অনুষ্টানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক শ্রী সুশিত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু , আলীনগর ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক প্রশান্ত কর প্রমূখ। অনুষ্টানে শিক্ষাকেন্দ্রের ২০ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা ,খাতা,কলম ও রিয়েল বিতরন করা হয়।
উপস্থিত অতিথিগন শিক্ষার্থীদের সঠিক র্ধমীয় শিক্ষা গ্রহণের লক্ষ্যে তাদের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার বিষয়টির উপর জোর দেন । তারা তাদের বক্তব্যে বলনে, অবহেলিত সনাতনী সম্প্রদায়কে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে মৌলভীবাজার জেলার সনাতন র্ধমাবলম্বীদের র্সববৃহৎ বেসরকারী স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাদের বৈদিক শিক্ষা র্কাযক্রম এই “গুরুকূল জ্ঞানগৃহ গীতা স্কুল” স্থাপন ও পরিচালনা করে আসছে। এবং ইতিমধ্যে তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে র্সবমহলে প্রশংশিত হয়েছে । এই ধারাকে অব্যাহত রাখতে পারলে একসময় প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গুরুকুল জ্ঞানগৃহ পাওয়া যাবে। তারা এইজন্য সকলের সহযোগীতাও কামনা করেন।