Logo
সংবাদ শিরোনাম :
মনোনয়ন নিয়ে ফিরে নিজ এলাকায় অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ বর্ণাঢ্য আয়োজনে নাচে-গানে সাঙ্গ হলো ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু মণিপুরী চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালন কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে-১১৩ জন ।। পাসের হার- ৭১.৯৮% শ্রীমঙ্গলে গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’কে ঘিরে আনন্দ আয়োজন কমলগঞ্জে দু’দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘খাসি বর্ষ বিদায় ’ উৎসব পালিত পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি মৌলভীবাজার-৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ! কমলগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে  এ্যাডভোকেসি সভা কমলগঞ্জে হরতালে বিএনপি`র বিক্ষোভ মিছিল কমলগঞ্জ মাদকসহ ১ জন আটক ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারক চক্রের টাকা দাবি ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন কিনলেন ড. শহীদ কমলগঞ্জ ইসকন নামহট্ট মন্দিরে অন্নকূট উৎসব পালন আগুনে পুড়ে ছাঁই হলো অসহায় পরিবারের বসতঘর

তরুন সমাজকর্মী রিপনকে প্রাণে হত্যার প্রচেষ্টা

রিপোটার : / ৭৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

কমলগঞ্জ প্রতিনিধি ।। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইলেক্ট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল রিপনকে গতকাল রাতে দুষ্কৃতিকারীরা গাড়ী চাঁপা দিয়ে প্রাণে হত্যার চেষ্টা চালায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ২৩ শে ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ১১.২৫ ঘটিকায় তার কর্মস্থল শমসের নগর থেকে মোটর সাইকেল যোগে আদমপুর রোড় হয়ে বাড়ী ফিরছিলেন। উপজেলা চৌমুহনী অতিক্রম করে তিনি যখন আদমপুর রোড ধরে কমলগঞ্জ পৌরসভার আলেপুর এলাকাস্থ তার বাড়ীর দিকে রওয়ানা হন। তখন পূর্ব থেকে ভানুগাছ চৌমুহনীতে একটি সাদারঙের প্রাইভেট কার নিয়ে ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তার পিছু নেয়। এবং একাধিকবার তাকে চাঁপা দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা মরিয়া হয়ে উঠে। তিনি প্রাণ রক্ষার্থে আলেপুর জামে মসজিদ রোডে ঢোকেও শেষ রক্ষা হয়নি। দুবৃত্তরা তাদের গাড়ী দিয়ে মোটর সাইকেলকে সজোরে আঘাত করে পালিয়ে যায়। মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে যান। এ প্রতিবেদকের সাথে আলাপকালে জাফর ইকবাল রিপন বলেন, এই ঘটনায় তার ডান পা ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মতে এটি একটি পরিকল্পিত ঘটনা। তিনি মনে করেন, এলাকার একটি মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে স্থানীয় এক প্রভাবশালীর সাথে তাদের পারিবারিক বিরোধের জের হিসাবে কিছুদিন পূর্বে ঐ প্রভাবশালী তাকে দেখে নেয়ার হুমকী দিয়েছিলেন। তিনি মনে করেন, এটা ঐ প্রভাশালী ব্যক্তিরই কাজ। তিনি বলেন আমি নয় শুধু এই ঘটনায় আমার গোটা পরিবার এখন নিরাপত্তা হীনতায় ভূগছে । আমি আমার ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। কমলগঞ্জ ইলেক্ট্রিশিয়ান সমিতির সভাপতি মোঃ মখসুদ আলী এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed