Logo

পুলিশ ক্লিয়ারেন্স পেতে মৌলভীবাজারে ওয়ান স্টপ সার্ভিস চালু

রিপোটার : / ৫৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজার প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বৃহস্পতিবার দূপুরে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স’ এর উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ। এ সার্ভিস চালু হওয়ায় ২ দিনের মধ্যে আবেদনকারীর তদন্ত কার্যক্রম শেষ হবে। দেশের যে কোন নাগরিক, প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে/বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিক এই ওয়ান স্টপ সার্ভিস এর মাধমে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ও ভেরিফিকেশন সেবা সহজে পাবেন। প্রত্যেককে অন লাইনে আবেদন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরিফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান সহ পুলিশ সদস্যরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed