Logo
সংবাদ শিরোনাম :
মনোনয়ন নিয়ে ফিরে নিজ এলাকায় অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ বর্ণাঢ্য আয়োজনে নাচে-গানে সাঙ্গ হলো ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু মণিপুরী চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালন কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে-১১৩ জন ।। পাসের হার- ৭১.৯৮% শ্রীমঙ্গলে গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’কে ঘিরে আনন্দ আয়োজন কমলগঞ্জে দু’দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘খাসি বর্ষ বিদায় ’ উৎসব পালিত পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি মৌলভীবাজার-৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ! কমলগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে  এ্যাডভোকেসি সভা কমলগঞ্জে হরতালে বিএনপি`র বিক্ষোভ মিছিল কমলগঞ্জ মাদকসহ ১ জন আটক ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারক চক্রের টাকা দাবি ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন কিনলেন ড. শহীদ কমলগঞ্জ ইসকন নামহট্ট মন্দিরে অন্নকূট উৎসব পালন আগুনে পুড়ে ছাঁই হলো অসহায় পরিবারের বসতঘর

কমলগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

রিপোটার : / ৭৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।


আজ (১৬ই ডিসেম্ব) বুধবার সকালে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এর পরপরই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতলে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদের পক্ষে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন, কমলগঞ্জ থানা, আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ উপজেলা ইউনিট,মনিপুরী ললিতকলা একাডেমী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, অফিসার্স ক্লাব, উপজেলা স্কাউটস, কমলগঞ্জ সরকারী কলেজ, ভানুগাছ পৌর বাজার বনিক কল্যাণ সমিতি, ইলেক্ট্রিশিয়ান সমিতি কমলগঞ্জ, ডেকোরেটার্স কারিগর সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল ভানুগাছ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার ম্যুরালে, শমসেরনগর বিমানবন্দর বধ্যভূমি, কামোদপুর মুক্তিযোদ্ধাদের মাজার, দেওরা ছড়া চাবাগান বধ্যভূমি, বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সরবোত্তম ব্যবহারের মাধ্রমে জাতীয় সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা । শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত / যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি কামনা করে সকল মসজিদ,মন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বিশেষ মোনাজাত ও প্র্রার্থণা, এবং হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার ও মিষ্টি বিতরণ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed