Logo

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনগরে সংঘর্ষ ।। আহত ১৫

রিপোটার : / ৫৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজার রাজনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাজিরহাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাজিরহাট গ্রামের লেবু মুন্সি বাজারে তার মোবাইল ফোনের জন্য সিম কার্ড কিনতে যায় একই গ্রামের সামছুলের দোকানে। মোবাইল সিমের দাম নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে দুজনের মধ্যে একরকম বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তবে উপস্থিত লোকজন তা মিটিয়ে দেন। এ খবর কাজিরহাট গ্রামের গাফ্ফার ও মাসুকের কাছে পৌঁছায়। এতে বিষয়টি মীমাংসার জন্য দুজনে বৈঠকে বসেন। তবে তা সঠিকভাবে সমাধান হয়নি। শুক্রবার দুপুরে এ বিষয় নিয়ে গাফ্ফার ও মাসুকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ জানায়, উভয়পক্ষ ইটপাটকেলের মাধ্যমে একে অপরের ওপর হামলা চালায়। এতে ১৫ জন আহত হয়েছেন।  এরমধ্যে মৌলভীবাজার হাসপাতালে সাগর, সাব্বির নামের দুজন, সিলেট ওসমানি মেডিকেল কলেজে কালাম ও রব্বানী নামে দুজন ও একজনকে রাজনগনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ এখন শান্ত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed