Logo

কমলগঞ্জে রিহ্যাব বাংলাদেশের নারীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

রিপোটার : / ৮৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট :: মৌলভীবাজারের কমলগঞ্জে নারীর প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রিহ্যাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিপিডিএ চিকিৎসক কামরজ্জামান সিমু। চিকিৎসক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন রিহ্যাব বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মাসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ রায় ।

জেএস এন্টারপ্রাইজ সিলেট বিভাগীয় পরিবেশক ও রিহ্যাব বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স  ইউনিটির সভাপতি  সাংবাদিক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন আহমেদ,জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ উপজেলা ইউনিটের সদস্য সচিব সাংবাদিক রাজু দত্ত । উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন চিকিৎসক বাবলী রানী নাথ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিপিডিএ চিকিৎসকবৃন্দ ও রিহাব বাংলাদেশের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed