কমলকন্ঠ রিপোর্ট ।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্ম সার্বজনীন সেবা সংঘের উদ্যোগে আড়াইশো দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ সনাতন ধর্ম সার্বজনীন সেবা সংঘের উৎসব উদযাপন কমিটির সভাপতি অমিয় অধিকারীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সম্পাদক রঞ্জিত অধিকারীর সঞ্চালনায় বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী। উল্লেখ্য উত্তরভাগ সনাতন ধর্ম সার্বজনীন সেবা সংঘ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র সামগ্রী এবং অদম্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।