Logo

কুলাউড়ায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

রিপোটার : / ৫৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কুলাউড়া উপ‌জেলার পৃথিমপাশার রবিরবাজারে ট্রাক চাপায় তানভীর হোসেন কাওসার (১৩) নামে বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা দেড়টায় দি‌কে পূর্ব রবিরবাজারে ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা‌টি ঘটে। নিহত কাওসার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর বুধপাশা গ্রামের মো. জহির আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে কাওসার বাইসাইকেলযোগে রবিরবাজার থেকে বাড়ি ফিরছিল। পূর্ব রবিরবাজার পৃথিমাপাশা ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের পেছনের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কাওসার।

স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার এবং পুলিশ ট্রাকটি (মৌলভীবাজার- ড ১১ ০৫২০) থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার এএসআই পরিমল চন্দ্র দাস বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed