কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে বেতন বৈষম্যের প্রতিবাদে ও সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)র উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১১টায় উপজেলা চৌমোহনীর ময়না চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ফারিয়ার কমলগঞ্জ শাখার সভাপতি জালাল চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পদ্ম কুমার চন্দ (নিমাই)’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ফারিয়ার উপদেষ্টা মো. আজিজুর রহমান, সম্পাদক বাবু তাপস দেব, যুগ্ম-সম্পাদক মো. আশজাদুর রহমান রতন, প্রচার সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক জোনায়েদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মোবারক হোসেন, সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা দাবি করেন, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান প্রদান করতে হবে।