কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন হবে মঙ্গলবার ২০ অক্টোবর। এই নির্বাচন সর্বমোট ভোটার হচ্ছেন ৯৪৪ জন। তবে জেলা পরিষদের নির্বাচক মন্ডলীর কেহই সাধারণ ভোটার নন, তারা সকলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁরাই ২০ অক্টোবর জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত করবেন।
ইতিমধ্যে জেলাজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রায় পক্ষকাল ব্যাপি নির্বাচনী প্রচারণা শেষে এখন চুড়ান্ত ফলাফলের অপেক্ষায় দুই হেভী ওয়েট প্রার্থী। কে আসছেন মাটিমানুষে প্রানের নেতা, চির কুমার, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমানে আসনে বসতে। তিনি কি সেই কিংবদন্তী নেতার শূণ্যতা পূরণ করতে পারবেন? পারবেন কি মানুষকে কাছে টেনে নিতে পূর্বসুরী নেতার মতো? এ আলোচনা ও বিচার বিশ্লেষণ চলছে জেলা জুড়ে। প্রায় সকলের একই কথা প্রয়াত আজিজুর রহমানে শূণ্যতা পূরণ হবার নয়। তবুও সবার প্রত্যাশা এমন একজন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হউক যিনি সেই শূণ্যতা কিছুটা হলেও পুষিয়ে দিতে পারেন।