Logo

মৌলভীবাজারে মনু নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রিপোটার : / ৪৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। প্রায় ২২ ঘন্টা পর মৌলভীবাজারের মনু নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার সকালে সদর উপজেলার দুর্লভপুর খেয়াঘাট এলাকার মনু নদী থেকে সুধাংশু সোম (৬৫) এর লাশ উদ্ধার করে ডুবুরীরা।

জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল ১১ টায় শহরতলীর সৈয়ারপুর শ্মশাস ঘাট এলাকায় মনু নদীতে গোসল করতে নামেন সুধাংশু সোম। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম নদীতে উদ্ধার অভিযান চালায়। সারাদিন অভিযান শেষে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করে পরদিন সকালে দুর্লভপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরীরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed