Logo

বিপাকে মৌলভীবাজারের ক্ষুদ্র উদ্যোক্তারা ।। ব্যাংকগুলোর ঋণ দিতে অনিহা

রিপোটার : / ৬৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে অনিহা সরকারি ও বেসরকারী ব্যাংকের। ব্যাংক ম্যানেজারদের দ্বারে দ্বারে হেঁটে কুলকিনারা পাচ্ছেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমনিতে করোনায় ব্যবসায় লোকশান গুণতে হচ্ছে। অপরদিকে ব্যাংকগুলোতে ঘুরে ঘুরে হয়রানির শিকার হচ্ছেন তারা। সরকারের পক্ষ থেকে একাধিকবার নির্দেশনা দিলেও আমলেই নিচ্ছেন না স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

জানা যায়, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০ হাজার কোটি টাকার প্যাকেজের বিশেষ ঋণ সুবিধা ঘোষণা করে সরকার। কিন্তু নানা অজুহাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের প্যাকেজ থেকে ঋণ বিতরণে আগ্রহ দেখাচ্ছে না। এদিকে প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলো সরকারের কাছ থেকে বেশকিছু সুবিধা নিলেও ছোট ব্যবসায় ঋণ বিতরণে অনীহা দেখাচ্ছে। যার ফলে নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক খামারীরা। ব্যহত হচ্ছে সরকারের কৃষি খাতের জন্য এই উদ্যোগ।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed