Logo

কমলগঞ্জে সরকারি নির্দেশনা মেনে অনাড়ম্বরভাবে এবারের দূর্গোৎসব পালিত হবে

রিপোটার : / ৬৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। শারদীয় দুর্গাপুজা-২০২০ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃংখলা বিষয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষসভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

সভায় সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছমল ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ ও প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ নিধু প্রমুখ।

বিশেষ সভায় সর্ব সন্মতভাবে সরকারি নির্দেশনা মেনে অনাড়ম্বরভাবে এবারের দূর্গোৎসব পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পূজা মন্ডপে পূজারী ও দর্শনার্থীদের উৎসব পালন করার অনুরোধ জানান উপজেলা প্রশাসন। উল্লেখ্য যে, কমলগঞ্জে এবছর ১৩৯টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এই দুর্গাপূজা আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed