কমলকন্ঠ রিপোর্ট ।। এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে মৌলভীবাজারের মোর্শেদ হাসানের ইউটিউব চ্যানেল ‘টেক নো’। সিলেট বিভাগের ইউটিউবারদের মধ্যে তিনি প্রথম ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছেন বলে দাবি করেন।
শনিবার (১০ অক্টোবর) মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি নিজের সাফল্যের গল্প শোনান। এ সময় মোর্শেদ হাসান জানান, ২০১৭ সালের ডিসেম্বরে ‘টেক নো’ নামের এই ইউটিউব চ্যানেল ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলে সিলেট বিভাগে প্রথম সিলভার বাটন অর্জন করেন তিনি।
তাছাড়া তার নিজের নামে ‘মোর্শেদ হাসান’ ইউটিউব চ্যানেল থেকে ২০১৯ সালে আরেকটি সিলভার বাটন অর্জন করনে৷ তার ‘টক নো’ চ্যানেলে ১০ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় চলতি মাসে তিনি গোল্ডেন বাটন অর্জন করছেনে। যা সিলেট বিভাগে প্রথম বলে দাবি করেন তিনি।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাও গ্রামের মোর্শেদ ২০১৩ সালে প্রথমে ইউটিউবে একটি গেমিং চ্যানেল খোলেন। পরবর্তীতে ২০১৬ সালে শিশুদের উপযোগী কন্টেন্ট তৈরী করে ব্যাপক সাড়া পান।