Logo

মজুরি বৃদ্ধি ও বোনাসের দাবিতে কমলগঞ্জে ২৩ চা বাগানে বিক্ষোভ

রিপোটার : / ৬৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। আসন্ন শারদীয় দুর্গা পূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মনু-ধলই ভ্যালীর (অঞ্চলের) ২৩টি চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ ও ২ঘন্টার কর্মবিরতি পালন করেছে। চা বাগান থেকে বেরিয়ে স্থানীয় শমশেরনগর বাজারে সভা করেছে। শুক্রবার ৯ অক্টোবর চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।
সমশেরনগর চা বাগানের শ্রমিকরা সকাল ৮টায় চা বাগান থেকে বিক্ষোভ মিছিল করে শমশেরনগর বাজার চৌমুহনায় এসে প্রতিবাদ সভা করে। জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন মনু-ধলই ভ্যালীর সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed