কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণকারী ৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন।
প্রার্থীদের মধ্যে আব্দুল হাকিম ইমন মোরগ, শ্যাম সুন্দর রুদ্র পাল ফুটবল, স্বপন বিশ্বাস তালা ও হারিছ আলী ঘুড়ি প্রতীক পেয়েছেন।
আগামী ২০ অক্টোবর এ ওয়ার্ডে ভোট গ্রহণ করা হবে। ইউপি সদস্য গোপেন্দ্র বিশ্বাস চলতি বছরের ৩১ মার্চ মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে।