কমলকন্ঠ রিপোর্ট ।।
ঢাকার মিরপুর থেকে অপহৃত দুই তরুণীকে মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২ অক্টোবর) রাতে রাজনগর উপজেলার মহিলারা লেখা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তরুণীরা হলেন মুন্নি বেগম ও তসা আক্তার।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, কিছুদিন আগে ঢাকার মিরপুর এলাকা থেকে দুই তরুণী ঈধহৃত হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজনগর উপজেলার মহালাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছে থানা পুলিশ।