Logo

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুককের ৩ দিন পর মৃত্যু

রিপোটার : / ৫৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত যুবক রাসেল আহমেদ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টানা ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছে । উল্লেখ্য যে, নিহত যুবক রাসেল আহমদ-এর গ্রামের বাড়ি জামালপুরে হলেও সে তার বড় বোন মৌসুমী রেখার স্বামীর বাড়ি কমলগঞ্জের আদমপুরের কোণাগাঁও থাকতো। একটি বে-সরকারী টিভি চ্যানেলের কর্মী তার বড় বোনের জন্য গত ২৮সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় ট্রেনের টিকেট সংগ্রহ করে যুবক রাসেল মোটরসাইকেল যোগে আদমপুরে ফিরে যাবার পথে উপজেলা চৌমুহনীর ময়না চত্তর এলাকায় একটি সিএনজি অটোর ধাক্কায় ছিটকে পড়ে সড়কধারের একটি গাছের সাথে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার রাতে ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় টানা ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করে। একই এলাকায়
গত বছর সুমন মিয়া নামে এক কলেজ ছাত্র সিএনজি চাপায় নিহত হয়েছিল।

নিহত যুবকের বড় বোন মৌসুমী রেখা সড়ক দূর্ঘটনায় ছোট ভাই রাসেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানিয়েছেন , আজ বিকেলে তার মরদেহ নিয়ে জামালপুরের গ্রামের বাড়ির দিকে রওয়ানা হয়েছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য আরিফুর রহমান বলেন, এ দূর্ঘটার বিষয়টি তার জানা নেই । কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed