কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে করোনাকালীন সময়ে ৫০টি স্কুলের অব্যবহৃত জমিতে সবজি চাষের জন্য বীজ বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুুনুর রশীদ এর সভাপেিতত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াদুদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কমলগঞ্জের মশলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ।
প্রত্যেক স্কুলকে লাউ, লাল শাক, পালং শাক, মূলা, করলা, শিম ও ডাঁটার প্রায় এক কেজি ওজনের বীজ প্রদান করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী বলেন, ‘প্রত্যেক স্কুলে খালি জায়গা থাকে। করোনাকালে কিছু মডেল অনুসরণ করে সবজি বাগান করতে এই বীজ দেওয়া হয়েছে। এই শাকসবজি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। ২৫টি প্রাথমিক ও ২৫টি মাধ্যমিক স্কুল মিলে মোট ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে সবজি চাষের জন্য বীজ বিতরণ করা হয়।