Logo
সংবাদ শিরোনাম :
ভানুবিলের কৃতিপুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৭ তম জন্মবার্ষিকী পালিত কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত  অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কমলগঞ্জে যুবক আটক  কমলগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় সভা ফতেপুর ইউনিয়নের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের নিবন্ধন  মৌলভীবাজারের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই সৈয়দ শামসুল ইসলাম বাবুর জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ কমলগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাই প্রকল্পের ৪৮টি পাইপ গায়েব !

গৃহবধূ গণধর্ষণকারীদের শাস্তির দাবিতে শমশেরনগরে মানববন্ধন

রিপোটার : / ৫৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে ধরে নিয়ে স্বামীকে বেঁধে রেখে তরুণী গৃহবধূকে গণ ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছাত্র সমাজ শমশেরনগরের আয়োজনে শমশেরনগর চৌমুহনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আয়োজকদের মাঝে বক্তব্য রাখেন- মো. মাহফুজ আহমদ, আব্দুল মালিক (ইমন) সাজ্জাদুর রহমান (সায়েল) আব্দুল কাইয়ূম প্রমুখ। এসময় বক্তারা বলেন, সিলেট পণ্যভূমি হিসেবে দেশ বিদেশে পরিচিত। দেশের বিভিন্ন স্থানে এ ধরণের ন্যাক্কারজনক কাজ হলেও সিলেটে হয়নি। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারী চাঁদ কলেজ (এমসি কলেজ) সিলেট। কিন্তু গত শুক্রবার বিকেলে সেই কলেজের ছাত্রাবাসে এক তরুণী গৃহবধূর স্বামীকে বেঁধে রেখে তাকে গণধর্ষণ করা হয়। যা সিলেটের ঐতিহ্যের ওপর কালিমা লেপন করা হয়েছে।

সিলেট আদালতের আইনজীবিদের প্রশংসা করে বক্তারা বলেন, কোন আইনজীবি ধর্ষণকারীর পক্ষে কাজ না করায় দেশের নতুন একটি দৃষ্ঠান্ত স্থাপন হয়েছে। এসময় বক্তারা অভিযুক্ত ধর্ষণকারী কাউকে ছাড়া না দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed