কমলকন্ঠ রিপোর্ট ।।
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে ধরে নিয়ে স্বামীকে বেঁধে রেখে তরুণী গৃহবধূকে গণ ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছাত্র সমাজ শমশেরনগরের আয়োজনে শমশেরনগর চৌমুহনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আয়োজকদের মাঝে বক্তব্য রাখেন- মো. মাহফুজ আহমদ, আব্দুল মালিক (ইমন) সাজ্জাদুর রহমান (সায়েল) আব্দুল কাইয়ূম প্রমুখ। এসময় বক্তারা বলেন, সিলেট পণ্যভূমি হিসেবে দেশ বিদেশে পরিচিত। দেশের বিভিন্ন স্থানে এ ধরণের ন্যাক্কারজনক কাজ হলেও সিলেটে হয়নি। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারী চাঁদ কলেজ (এমসি কলেজ) সিলেট। কিন্তু গত শুক্রবার বিকেলে সেই কলেজের ছাত্রাবাসে এক তরুণী গৃহবধূর স্বামীকে বেঁধে রেখে তাকে গণধর্ষণ করা হয়। যা সিলেটের ঐতিহ্যের ওপর কালিমা লেপন করা হয়েছে।
সিলেট আদালতের আইনজীবিদের প্রশংসা করে বক্তারা বলেন, কোন আইনজীবি ধর্ষণকারীর পক্ষে কাজ না করায় দেশের নতুন একটি দৃষ্ঠান্ত স্থাপন হয়েছে। এসময় বক্তারা অভিযুক্ত ধর্ষণকারী কাউকে ছাড়া না দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।