Logo

কমলগঞ্জে যুবলীগের ফলজ চারা বিতরণ

রিপোটার : / ৫৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ২ হাজার ফজল চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সারা দিনব্যাপী উপজেলাজুড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ ও রোপণ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

এদিন সকাল ১০টা থেকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, আলীনগর, মাধবপুর, কমলগঞ্জ পৌরসভা, মুন্সীবাজার ও পতনউষার ইউনিয়নে এসব ফলজ চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিআরডিবি সভাপতি ইমতিয়াজ আহমেদ, চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ও তৌফিক আহমেদ বাবু, মাধবপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আসীদ আলী সম্পাদক অবনী কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, আলাল আহমেদ, আলীনগর ইউপি যুবলীগ সভাপতি তাজউদ্দীন আহমদ সম্পাদক শাহীন আহমেদ, ইসলামপুর ইউপি আওয়ামী লীগের সম্পাদক ধীরেন্দ্র কুমার, যুবলীগের সভাপতি বাবুল আহমেদ, সম্পাদক সাজ্জাদুর রহমান, মুন্সিবাজার ইউপি যুবলীগের সভাপতি বদরুল ইসলাম ও সম্পাদক শহীদ আহমদ প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed