Logo

মৌলভীবাজারে পর্যটনের বিকাশ নিয়ে আলোচনা সভা

রিপোটার : / ৬৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

বিশ্ব পর্যটন দিবস-২০২০ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রামীন উন্নয়নে পর্যটন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আলোচনা সভায় জুম কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ, মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তাবৃন্দ এবং ট্যুর অপারেটরদের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মৌলভীবাজার জেলায় পর্যটন বিকাশের সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি ও সভাপতি উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার আহ্বান জানান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের জন্য বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed