Logo

কমলগঞ্জে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রিপোটার : / ৭৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে তরুণ কবি নৌশিন আতিয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘নক্তকুমার’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামা কান্ত সিংহ এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

পদ্মা মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল বশিরের সভাপতিত্বে ও মণিপুরি সাহিত্য পত্রিকা ‘পৌরি’র সম্পাদক সুশীল কুমার সিনহার সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক সাব্বির এলাহী, লেখক ও শিক্ষক সাজ্জাদুল হক, এম এ ওহাব উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ ও কবির পিতা ডা. আব্দুর রহমান।
মোড়ক উন্মোচন শেষে কবি নৌশিন আতিয়া তার কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

Developed By Radwan Ahmed