কমলকন্ঠ রিপোর্ট ।। “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকালে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কমলগঞ্জ থানা পুলিশ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস,ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছোরাব আলী,সাধারণ সম্পাদক বদরুল আলম জেনার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের সদস্য সচিব রাজন দত্ত রাজু। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই। উল্লেখ্য, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় কমলগঞ্জ থানা উদ্যোগে সদর ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।