কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের
কুলাউড়ায় অজ্ঞাত এক যুবকের কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, বুধবার সকালের দিকে স্থানীয়দের কাছ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রাথমিক ধারণা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।
এদিকে নিহত যুবকের মুখে হাতে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার খবরে স্থানীয় এলাকার বাসি আতংকে রয়েছেন।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ ম কামাল হোসেন মৃতদেহ উদ্বারের সত্যতা নিশ্চিত করে জানান, একটি ইউডি মামলা রুজু করেছি। আইন অনুযায়ী মৃত্যুর রহস্য খোঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।