কমলকন্ঠ রিপোর্ট ।।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি, মৌলভীবাজার সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক, ৯০’এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, বিশিস্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক কমরেড সিকান্দর আলী শনিবার রাতে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। তাঁর সার্বক্ষনিক চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
কমরেড সিকান্দর আলী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের বাসিন্দা।