Logo

শ্রীমঙ্গলে নারী উন্নয়ন ফোরামরে করোনা বিষয়ক আলোচনা সভা

রিপোটার : / ৪৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে করোনা বিষয়ক আলোচনা সভা অনুিষ্ঠত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে শ্রীমঙ্গল উপজলো পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা করোনা বিষয়ক ও করোনা হলে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করনে।

নারী ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি মিতালী দত্তের সভাপতিত্বে আলোচনা সভা উপস্থিত ছিলেন, অপরাজিতা প্রকল্পের জেলা প্রকল্প কো-র্অডনিটের (সমন্বয়কারী) র্মজিনা আক্তার, অপরাজিতা প্রকল্পের জেলা প্রজক্টে র্কমর্কতা অমিয় র্বমন। এসময় আরো উপস্থিত ছিলেন, উক্ত ফোরামের সহ-সভাপতি ফজিলা খাতুন, সম্পাদক মিতু রায়, সদস্য মিনারা বেগম, জয়া র্শমা, ববিতা তাঁতি, মিনিতেদ, প্রতিমা দাশ, সুভা র্কুমী, রত্না রানী বিশ্বাস, রাবেয়া আক্তার প্রমূখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed