কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে করোনা বিষয়ক আলোচনা সভা অনুিষ্ঠত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে শ্রীমঙ্গল উপজলো পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা করোনা বিষয়ক ও করোনা হলে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করনে।
নারী ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি মিতালী দত্তের সভাপতিত্বে আলোচনা সভা উপস্থিত ছিলেন, অপরাজিতা প্রকল্পের জেলা প্রকল্প কো-র্অডনিটের (সমন্বয়কারী) র্মজিনা আক্তার, অপরাজিতা প্রকল্পের জেলা প্রজক্টে র্কমর্কতা অমিয় র্বমন। এসময় আরো উপস্থিত ছিলেন, উক্ত ফোরামের সহ-সভাপতি ফজিলা খাতুন, সম্পাদক মিতু রায়, সদস্য মিনারা বেগম, জয়া র্শমা, ববিতা তাঁতি, মিনিতেদ, প্রতিমা দাশ, সুভা র্কুমী, রত্না রানী বিশ্বাস, রাবেয়া আক্তার প্রমূখ।