Logo
সংবাদ শিরোনাম :
ভানুবিলের কৃতিপুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৭ তম জন্মবার্ষিকী পালিত কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত  অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কমলগঞ্জে যুবক আটক  কমলগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় সভা ফতেপুর ইউনিয়নের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের নিবন্ধন  মৌলভীবাজারের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই সৈয়দ শামসুল ইসলাম বাবুর জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ কমলগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাই প্রকল্পের ৪৮টি পাইপ গায়েব !

পরিবেশ রক্ষার দাবিতে মৌলভীবাজারে স্মারকলিপি প্রদান

রিপোটার : / ৫১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ চুরি, পাহাড় ও টিলা কাটা, কৃষিজমি ভরাট, নদী-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলণ বন্ধ ও হাওর বিল রক্ষার দাবিতে মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার  বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মারকলিপি প্রদান শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিয়ম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মৌলভীবাজার তানিয়া সুলতানা, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন, নির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সম্পাদক মু.ইমাদ উদ দীন, কোষাধ্যক্ষ মাহবুর রহমান রাহেল, জয়নাল আবেদীন ও নাঈম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জেলার জুড়ি, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় বাসাবাড়ি নির্মাণে অবাধে কৃষিজমি ভরাট ও পাহাড় টিলা কাটা, লাউয়াছড়া উদ্যান এলাকায় টিলা কেটে কটেজ, রিসোর্ট নির্মাণ, পাহাড়ি ছড়া থেকে অবৈধ ও অপরিকল্পিত সিলিকা বালু উত্তোলন, হাইল হাওরে জলাশয় দখল করে মৎস্য খামার স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারের পাশে কৃষিজমির উপর ইটভাটা নির্মাণসহ নানা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এছাড়াও সাংবাদিকরা মৌলভীবাজার সদর, কুলাউড়া ও বড়লেখায় হাওর এলাকায় পাখিবাড়িগুলো সংরক্ষণ ও সরকারি ভূমিতে পরিবেশ রক্ষায় পাখিদের জন্য স্থায়ী অভয়াশ্রমের দাবি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed