কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক পৃথক ঘটনায় ২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের কৃষক আব্দুল মান্নানের মেয়ে চিৎলিয়া জনকল্যান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উর্ত্তীণ মুক্তা বেগম (১৬)পরিবারের অগোচরে বিষ পান করলে,পরিবারের লোকজন প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় স্কুলছাত্রীর মৃত্যু হয়।
মুক্তার পিতা আব্দুল মান্নান বলেন, আমার মেয়ে এর আগে একবার বিষপান করেছিল। পরে ডাক্তারের কাছে নেওয়ার পর মেয়ে সুস্থ্য হয়েছিল। সে আবার পুনরায় বিষ খেয়েছে। এদিকে মুক্তার মৃত্যু রহস্যজনক বলে এলাকাবাসী মনে করছেন। কারন এর আগেও একবার সে বিষপান করেছিল।
অপর দিকে একই দিন সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগানের বড় লাইন শ্রমিক পাড়ায় ঘর মেরামতের জন্য গাছের টুকরো বহনকালে গাছের চাপায় অর্জুন পাশি (৩৮) নামের এক চা শ্রমিক গুরুতর আহত হয়। এলাকাবাসী অর্জুনকে পাশিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।