Logo
সংবাদ শিরোনাম :
ভানুবিলের কৃতিপুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৭ তম জন্মবার্ষিকী পালিত কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত  অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কমলগঞ্জে যুবক আটক  কমলগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় সভা ফতেপুর ইউনিয়নের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের নিবন্ধন  মৌলভীবাজারের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই সৈয়দ শামসুল ইসলাম বাবুর জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ কমলগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাই প্রকল্পের ৪৮টি পাইপ গায়েব !

কমলগঞ্জে হিটস্ট্রোকে এক বৃদ্ধ ফেরিওয়ালার মৃত্যু

রিপোটার : / ৫৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিদিনের মত শনিবার সকালে নিজের বাইসাইকেল করে বিভিন্ন ধরণের প্লাস্টিক সামগ্রী ফেরিকালে প্রচন্ড গরমে স্ট্রোক করে পড়ে গিয়ে রাস্তায় মৃত্যুবরণ করেন এক বৃদ্ধ ফেরিওয়ালা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃত বৃদ্ধার নাম আব্দুল খালেক (৫৫)। তিনি ৪ মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা। গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া বটতলীয়া গ্রামে। তিনি অন্যান্য ফিরিওয়ালাদের সাথে কমলগঞ্জে বসবাস করে সকালে বের হয়ে সারা দিন ঘুরে বিভিন্ন স্থানে প্লাস্টিক সামগ্রী বিক্রি করতেন। প্রতি দিনের মত শনিবার সকালে বের হলে সকালে খরতাপের মাঝে প্লাস্টিক সামগ্রীবাহী বাইসাইকেল চালিয়ে আকস্মিকভাবে স্ট্রোক করে রাস্তায় পড়েই মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম মৃত দেহের সুরতহাল তৈরী করেন। এসআই সিরাজুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে প্রচন্ত খরতাপ চলছে। বিশেষ করে শনিবার সকাল ৯টা থেকে খরতাপের মাত্রা ছিল অনেক বেশী। এরই মাঝে বৃদ্ধ ফেরিওয়ালা আব্দুল খালেক মালামালসহ বাইসাইকেল চালিয়ে যাবার সময় স্ট্রোক করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি তার পরিবার সদস্যদের কাছে পৌছাতে পুলিশ সার্বিক সহযোগিতা করছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed