Logo

কুলাউড়ায় ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

রিপোটার : / ৪৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর নিরাপত্তার জন্য তাঁর সরকারি বাসভবন ‘মায়াবন’-এ ৪ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে ইউএনও’র বাসভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে সশস্ত্র আনসার সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন।

কুলাউড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে এবং সিলেট রেঞ্জের পরিচালকের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা কমান্ডার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিয়োজিত করেছেন।

আনসার মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী আজ শনিবার (৫ সেপ্টেম্বর) জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার রাত থেকে আমার বাসভবনের সামনে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

Developed By Radwan Ahmed