Logo

প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন উপলক্ষ্যে মতবিনিময় সভা

রিপোটার : / ৬০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। গতকাল ৩রা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় খরফাক্কান মশিউর রহমান মধু‘র বাসবভনে প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে শমশেরনগরের প্রবাসীবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আব্দুস শহীদ জহিরের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভার শুরুতেই হাসপাতালের ভূমিদাতা জনাব সারোয়ার জামান রানা এবংমিসেস আলেয়া জামান উপস্হিত সবার সাথে ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। সভায় উপস্হিত সবাই দাতা দম্পতিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

সভায় প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বি, এম,লিটন হাই, রাজিব ঢালী, শাহিন আল রাজি, ময়েজউদ্দীন খান শোয়েব,সিরাজুল ইসলাম রিপন, ফয়ছল আহমেদ, খালেদুজ্জামান, আলি আকবর চৌধুরী, আব্দুশ শহীদ জহির, সোহেল আহমেদ এবং জাফর হোসেন প্রমুখ। সভায় ব্যাপক আলাপ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পরবর্তিতে কমিটিকে আরো সম্প্রসারণ করার সুযোগ রেখে জাফর হোসেনকে আহবায়ক, ফয়ছল আহমেদ, মশিউর রহমান মধু, খালেদুজজামান খালেদ, সিরাজুল ইসলাম রিপন, এম,ডি খলিল ও রাজিব ঢালীকে যুগ্ম আহবায়ক এবং সোহেল আহমেদকে সদস্যসচিব করে প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়নের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বি,এম,লিটন হাই, ফারুক আহমেদ ও জসিম উদ্দিন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed