Logo

কুলাউড়ার মনু নদী থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোটার : / ৫৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
আলীকদম

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দু’দিন পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) মনু নদীতে থেকে সালাউদ্দিন (১৮) নামক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে সালাউদ্দিন শরীফপুর ইউনিয়নে মনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান পায়নি।
বৃহস্পতিবার নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধারের জন্য সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে সিলেট একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাত ৮ টা পর্যন্ত নদীতে খোঁজে উদ্ধার করতে ব্যর্থ হয়।
শুক্রবার সকালে মনু নদীতে নিখোঁজ সালাউদ্দিনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed