Logo

মৌলভীবাজারে এ পর্যন্ত ১ হাজার ৫০৮ জনের দেহে করোনা শনাক্ত

রিপোটার : / ৫১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারে এখন পর্যন্ত ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ৮৮ জন, রাজনগরে ১০৬ জন, কুলাউড়ায় ১৯৭ জন, বড়লেখায় ১২৩ জন, কমলগঞ্জে ১৩৭ জন, শ্রীমঙ্গলে ১৬৮ জন, জুড়ীতে ১০৭ জন এবং সদর হাসপাতালের ৫৮২ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করোনো রোগী শনাক্ত হয়নি। তবে এ সময় করোনামুক্ত হয়েছেন নতুন ৩৬ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে মৌলভীবাজারের সর্বশেষ পরিস্থিতি জানা গেছে। সেখানে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া রোগীদের মধ্যে শ্রীমঙ্গলে ১০ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৬ জন রয়েছেন।
মোট আক্রান্তের মধ্যে করোনাকে জয় করেছেন ১ হাজার ৬৩ জন। এর মধ্যে সদরে ৭৪ জন, রাজনগরে ৮৩ জন, কুলাউড়ায় ১৬৭ জন, বড়লেখায় ৭৭ জন, কমলগঞ্জে ১১২ জন, শ্রীমঙ্গলে ১৩৯ জন, জুড়ীতে ১০১ জন এবং সদর হাসপাতালের ৩১০ জন রয়েছেন। এখন পর্যন্ত এই জেলায় করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed