কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজারে দূর পাল্লার গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মোবাইল কোর্ট করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আায়, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে তিনটি পৃথক মামলায় এনা পরিবহন, হানিফ পরিবহন এবং শ্যামলী পরিবহনকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এবং অর্ণব মালাকার।