কমলকন্ঠ রিপোর্ট ।।
বিগত ২০১৫ সালে ৩০ ডিসেম্বরের পৌরসভার মেয়র জুয়েল আহমেদ পৌরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র হলে পৌরসভাকে বিদ্যুতের আলোয় আলোকিত করবেন। অবশেষে আজ পুরো পৌরসভায় সড়ক বাতি জ্বালানোর মাধ্যমে কথা রাখলেন মেয়র জুয়েল আহমেদ। ৭৩ লক্ষ ৬০ হাজার ৬৮২ টাকা ব্যয়ে আজ বিদ্যুতের আলোয় আলোকিত কমলগঞ্জ পৌরসভার প্রধান সড়কগুলো । সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ পৌরসভার সকল সড়ক বাতির শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ। উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ ইউএনও আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।