Logo

কমলগঞ্জে মৎস্য চাষীদের মাঝে সেচ মেশিন বিতরণ

রিপোটার : / ৬০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।।

“নিরাপদ মাছ ভরবো দেশ, মুজিব বর্ষের বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ২০১৯-২০২০ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম প্রজেক্ট-২ এর আওতায় দুইটি সিআইজি সমিতিকে ভর্তুকির দুইটি সেচ মেশিন বিতরণ কর হয়েছে। সমিতিগুলো হচ্ছে ধর্মপুর মৎস্য সমবায় সমিতি ও মাধবপুর মৎস্য সমবায় সমিতি।

উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে সোমবার ৩১ আগস্ট সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সেচ মেশিন বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে সেচ মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ অধ্যাপক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নবী (অ:দা:) প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Developed By Radwan Ahmed