কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস.) শ্রীমঙ্গল কলেজ শাখার দক্ষ কর্মী শ্রী স্বাক্ষর দেব এর অকাল মৃত্যুতে তার শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন টি.এস.এস. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী দীপু কর্মকার ও সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দাশ। তারা শ্রী স্বাক্ষর দেব এর অকালমৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য যে, গতকাল শনিবার বিকালে কেউ একজনের ফোন পেয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোজ হয়ে যায় শ্রী স্বাক্ষর দেব (১৭)। রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাই ছড়া চা বাগানের ২নং সেকশনে স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শ্রীমঙ্গল সরকারী কলেজের ইন্টার দ্বিতীয় বষের্র ছাত্র শ্রী স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কল্যাণ দেব এর পুত্র । শনিবার রাত্রে বাড়ী না ফিরার কারনে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডাইরী করেন।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে মৃতদেহের পাশে ফান্টার বোতল ও ঘুমের ঔষধ পাওয়া গেছে । ময়না তদন্তের পর জানা যাবে এটা আত্মহত্যা নাকি কেউ তাকে হত্যা করেছে।
এদিকে তরুণ সনাতনী সংঘ টি.এস.এস মৌলভীবাজার জেলা শাখার অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে করছেন। তারা অবিলম্বে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।