Logo
সংবাদ শিরোনাম :
মনোনয়ন নিয়ে ফিরে নিজ এলাকায় অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ বর্ণাঢ্য আয়োজনে নাচে-গানে সাঙ্গ হলো ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু মণিপুরী চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালন কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে-১১৩ জন ।। পাসের হার- ৭১.৯৮% শ্রীমঙ্গলে গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’কে ঘিরে আনন্দ আয়োজন কমলগঞ্জে দু’দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘খাসি বর্ষ বিদায় ’ উৎসব পালিত পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি মৌলভীবাজার-৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ! কমলগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে  এ্যাডভোকেসি সভা কমলগঞ্জে হরতালে বিএনপি`র বিক্ষোভ মিছিল কমলগঞ্জ মাদকসহ ১ জন আটক ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারক চক্রের টাকা দাবি ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন কিনলেন ড. শহীদ কমলগঞ্জ ইসকন নামহট্ট মন্দিরে অন্নকূট উৎসব পালন আগুনে পুড়ে ছাঁই হলো অসহায় পরিবারের বসতঘর

শ্রীমঙ্গলে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যুতে শোক প্রকাশ

রিপোটার : / ৬৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।


মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস.) শ্রীমঙ্গল কলেজ শাখার দক্ষ কর্মী শ্রী স্বাক্ষর দেব এর অকাল মৃত্যুতে তার শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন টি.এস.এস. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী দীপু কর্মকার ও সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দাশ। তারা শ্রী স্বাক্ষর দেব এর অকালমৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য যে, গতকাল শনিবার বিকালে কেউ একজনের ফোন পেয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোজ হয়ে যায় শ্রী স্বাক্ষর দেব (১৭)। রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাই ছড়া চা বাগানের ২নং সেকশনে স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে ।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শ্রীমঙ্গল সরকারী কলেজের ইন্টার দ্বিতীয় বষের্র ছাত্র শ্রী স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কল্যাণ দেব এর পুত্র । শনিবার রাত্রে বাড়ী না ফিরার কারনে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডাইরী করেন।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে মৃতদেহের পাশে ফান্টার বোতল ও ঘুমের ঔষধ পাওয়া গেছে । ময়না তদন্তের পর জানা যাবে এটা আত্মহত্যা নাকি কেউ তাকে হত্যা করেছে।
এদিকে তরুণ সনাতনী সংঘ টি.এস.এস মৌলভীবাজার জেলা শাখার অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে করছেন। তারা অবিলম্বে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed