কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে মুঠোফোন সেবাদাতা কোম্পানি গ্রামীণফোন-এর টাওয়ারের যন্ত্রাংশ চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৮ আগষ্ট শুক্রবার দুপুরে জুম্মার নামাজ চলাকালীন সময়ে। চার সদস্যের চোর দল একটি নীল রঙের পিক আপ নিয়ে বাঘমারা এলাকায় যায় এবং এলাকাবাসীদের কাছে তারা নিজেদের গ্রামীন ফোন কোম্পানীর টাওয়ার মেকানিক পরিচয় দিয়ে ওই টাওয়ারের কন্ট্রোল রুমে ঢুকে বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি খূলে নিয়ে চম্পট দেয়। এসময় বিষয়টি সন্দেহজনক মনে করে তারা ফোনে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানান। এতে গ্রামীন ফোনের প্রায় ১০ লক্ষ টাকার মূল্যবান যন্ত্রাংশ খোয়া গেছে বলে গ্রামীন ফোন এর স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
গ্রামীণফোনের টাওয়ার ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত মৌলভীবাজার জেলার পাওয়ার ডিভিশন কর্মকর্তা সুমন আহমেদ মুটোফোনে ঘটনানার সত্যতা স্বীকারকরে বলেন, এঘটনায় তাদের কোম্পানীর প্রায় ১০ লক্ষটাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে একজন মেকানিক পাঠিয়ে তিনি ঘটনার সত্যতা আজ নিশ্চিত হওয়ার পর তিনি বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছেন । কর্তৃপক্ষের নিরদেশ পাওয়ার পর তারা আইনী পদক্ষেপ গ্রহন করবেন বলেও তিনি জানান।