কমলকন্ঠ রিপোর্ট।।
সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানীমূলক এবং ধর্মীয়, জাতিগত বিদ্ধেষমূলক পোস্ট সামাজিক যোগাযোগে প্রচারের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় শহরের চৌমুহনা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট বিষ্ণুপদ ধর, সাধারণ সম্পাদক নিপেন্দ্র পাল, হিন্দু কমিউনিটি নেতা ইন্দ্রজিত পাল ও নয়ন পাল। বক্তারা অবিলম্বে সামাজিক যোগাযোগে অপ প্রচারকারী অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।