Logo

কমলগঞ্জে খাসিয়া পুঞ্জি পরিদর্শনে জেলা প্রশাসক

রিপোটার : / ৪৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। খাসিয়াপুঞ্জি পরিদর্শনেকালে করোনা সংক্রমণ প্রতিরোধে খাসিয়াদের নিজস্ব উদ্যোগে সন্তুষ্ট জেলা প্রশাসক। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় জেলা প্রশাসক মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন।

করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৫ মাস ধরে মৌলভীবাজার জেলার ৬৫টি খাসিয়া পুঞ্জি নিজ উদ্যোগ ও ব্যবস্থাপনায় লকডাউন রয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে গেলে পুঞ্জির মন্রী (পুঞ্জি প্রধান) জিডিশন প্রধান সুছিয়াং জেলা প্রশাসককে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

করোনা মোকাবেলায় রোল মডেল হিসেবে মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিগুলো স্বাস্থ্য বিধি মেনে এখনও সংক্রমণ মুক্ত রয়েছে পুঞ্জির খাসিয়া পরিবার সদস্যরা। স্বেচ্ছায় লকডাউনে থাকা খাসিয়া পুঞ্জির বাসিন্দাদের সরেজমিন খোজ নিতে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে গেলে পুঞ্জি প্রধান ও খাসি সোশ্যাল কাউন্সিল সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং করোনাকালের তাদের গৃহীত ব্যবস্থাপনা উপস্থাপন করেন।

জেলা প্রশাসক বলেন, করোনা প্রতিরোধে খাসিয়াদের নিজস্ব উদ্যোগে করোনা সংক্রমণ মুক্ত থাকার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, এটি একটি রোল মডেল হিসেবে কাজ করবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান, জিডিশন প্রথান সুছিয়াং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের পুঞ্জি পরিদর্শন ও তাদের ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশের সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Developed By Radwan Ahmed