Logo
সংবাদ শিরোনাম :
মনোনয়ন নিয়ে ফিরে নিজ এলাকায় অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ বর্ণাঢ্য আয়োজনে নাচে-গানে সাঙ্গ হলো ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু মণিপুরী চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালন কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে-১১৩ জন ।। পাসের হার- ৭১.৯৮% শ্রীমঙ্গলে গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’কে ঘিরে আনন্দ আয়োজন কমলগঞ্জে দু’দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘খাসি বর্ষ বিদায় ’ উৎসব পালিত পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি মৌলভীবাজার-৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ! কমলগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে  এ্যাডভোকেসি সভা কমলগঞ্জে হরতালে বিএনপি`র বিক্ষোভ মিছিল কমলগঞ্জ মাদকসহ ১ জন আটক ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারক চক্রের টাকা দাবি ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন কিনলেন ড. শহীদ কমলগঞ্জ ইসকন নামহট্ট মন্দিরে অন্নকূট উৎসব পালন আগুনে পুড়ে ছাঁই হলো অসহায় পরিবারের বসতঘর

কমলগঞ্জে খাসিয়া পুঞ্জি পরিদর্শনে জেলা প্রশাসক

রিপোটার : / ৫৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। খাসিয়াপুঞ্জি পরিদর্শনেকালে করোনা সংক্রমণ প্রতিরোধে খাসিয়াদের নিজস্ব উদ্যোগে সন্তুষ্ট জেলা প্রশাসক। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় জেলা প্রশাসক মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন।

করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৫ মাস ধরে মৌলভীবাজার জেলার ৬৫টি খাসিয়া পুঞ্জি নিজ উদ্যোগ ও ব্যবস্থাপনায় লকডাউন রয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে গেলে পুঞ্জির মন্রী (পুঞ্জি প্রধান) জিডিশন প্রধান সুছিয়াং জেলা প্রশাসককে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

করোনা মোকাবেলায় রোল মডেল হিসেবে মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিগুলো স্বাস্থ্য বিধি মেনে এখনও সংক্রমণ মুক্ত রয়েছে পুঞ্জির খাসিয়া পরিবার সদস্যরা। স্বেচ্ছায় লকডাউনে থাকা খাসিয়া পুঞ্জির বাসিন্দাদের সরেজমিন খোজ নিতে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে গেলে পুঞ্জি প্রধান ও খাসি সোশ্যাল কাউন্সিল সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং করোনাকালের তাদের গৃহীত ব্যবস্থাপনা উপস্থাপন করেন।

জেলা প্রশাসক বলেন, করোনা প্রতিরোধে খাসিয়াদের নিজস্ব উদ্যোগে করোনা সংক্রমণ মুক্ত থাকার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, এটি একটি রোল মডেল হিসেবে কাজ করবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান, জিডিশন প্রথান সুছিয়াং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের পুঞ্জি পরিদর্শন ও তাদের ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশের সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed