Logo

জুড়ীতে শ্রী দুর্গা মন্দিরে চুরি : গ্রেপ্তার ৫

রিপোটার : / ৫৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগানের শ্রী দুর্গা মন্দিরে, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।

জুড়ী থানা পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাতে কুচাই চা বাগানের শ্রী দুর্গা মন্দিরের তালা ভেঙ্গে উপাসনালয়ের বেশ কিছু কাসার মালামাল চুরি হয়। ঘটনার পরদিন মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগজীবন নায়েক একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- পূর্ব জুড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭), উত্তর জামকান্দি গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র শিপন আহমদ (২২), একই গ্রামের মৃত আ. সাত্তারের পুত্র সোহেল মিয়া(২২), পূর্ব গোয়ালবাড়ী গ্রামের লাল মিয়ার পুত্র আ. জলিল (৩০) এবং গোয়ালবাড়ী ইউনিয়নের রুপাছড়া গ্রামের আ. হান্নানের পুত্র জসিম উদ্দিন (৩০)।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আসামি সোহেল মিয়ার বসতবাড়ি উত্তর জামকান্দি থেকে চোরাইকৃত কাসার কিছু মালামাল এবং তালা কাটার সাঁড়াশি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মন্দিরের চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নং ৭ তারিখ-২৩/০৮/২০২০। ৪৫৭/৩৮০ ধারায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed