কমলকন্ঠ রিপোর্ট :
তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) ‘র পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় আজ শ্রীমঙ্গলের সবুজবাগ শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন করা হলো “গুরুকূল জ্ঞানগৃহ ”গীতাস্কুল। সনাতনী শিশু কিশোরদের ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে টিএস.এস পরিচালিত এ উপজেলার ২৫ তম বৈদিক শিক্ষাকেন্দ্র এটি।
২১ আগস্ট শুক্রবার সকাল ১২.০০ ঘটিকায় এর আনুষ্টানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শ্রী সুমন রায় ।
শ্রী শম্ভু সরকার রবিন এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও তরুন সনাতনী সংঘ ( টি.এস.এস ) শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা শ্রী সুশীল শীল।বিশেষ অতিথি ছিলেন,
প্রধান অতিথি : শ্রী সুশীল শীল , সাধারন সম্পাদক , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা ও উপদেষ্ঠা , তরুন সনাতনী সংঘ ( টি.এস.এস ) শ্রীমঙ্গল উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার গণ – সংযােগ সম্পাদক শ্ৰী ঝলক দেবরায় , পৌর শাখার সাধারন সম্পাদক শ্রী ছোটন চৌধুরী , তরুন সনাতনী সংঘ ( টি.এস.এস ) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিত অধিকারি পলক, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ আদিত্য সৌরভ, সবুজবাগ শ্রীশ্রী জাগরনী লােকনাথ সংঘের সাধারণ সম্পাদক শ্ৰী পরিতােষ দাশ , শ্রী নারায়ণ মালাকার , শ্ৰী সত্যেন্দ্র মালাকার প্রমুখ । অনুষ্টানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল ইউপি শাখার সম্পাদক শ্রী সুদীপ দাস রিংকু ।
এতে সভাপতিত্ব করেন তরুন সনাতনী সংঘ ( টি.এস.এস ) শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সভাপতি শ্রীমতি পূজা দাস , এসময় উপস্থিত ছিলেন সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্ময়কারী শ্রী সুর্য মালাকার শিপন।
অতিথিগন তাদের বক্তব্যে বলনে, টি, এস,এস যে ভাবে সনাতনী সমাজের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য সারা মৌলভীবাজার জেলাব্যাপি গুরুকুল জ্ঞানগৃহ স্থাপনের মাধ্যমে সর্বমহলে যে আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন সেই ধারাকে অব্যাহত রাখতে পারলে একসময় প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গুরুকুল জ্ঞানগৃহ পাওয়া যাবে। সনাতনী প্রবাসী গ্রুপের অর্থায়নে অনুষ্টানে শিক্ষাকেন্দ্রের শতাধিক শিক্ষার্থীর মধ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা ,খাতা,কলম ও গীতা রাখার স্ট্যান্ড বিতরন করা হয়। শিক্ষার্থীদের সঠিক র্ধমীয় শিক্ষা গ্রহণ করতে হলে ক্লাসে নিয়মিত ছাত্রদের উপস্থিত থাকার বিষয়টির উপর জোর দেন বক্তারা ।
উল্লেখ্য যে, অবহেলিত সনাতনী সম্প্রদায়কে সঠিক র্ধমীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে মৌলভীবাজার জেলার সনাতন র্ধমাবলম্বীদের র্সববৃহৎ স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাদের বৈদিক শিক্ষা র্কাযক্রম এই “গুরুকূল জ্ঞানগৃহ গীতা স্কুল” স্থাপন ও পরিচালনা করে আসছে। এবং ইতিমধ্যে তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে র্সবমহলে প্রশংশিত হয়েছে ।সনাতন ধর্মাবলম্বীদের কে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ও বিভাগে সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন জায়গাতে বৈদিক শিক্ষা কেন্দ্র গীতা স্কুল উপহার দিয়ে আসছে বলে বক্তরা বলেন।