Logo

কমলগঞ্জে চেক জালিয়াতির অভিযোগে এক এনজিও কর্মী আটক

রিপোটার : / ১৯২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের রবীন্দ্র কুমার সিংহকে (৫০) চেক ডিজনার মামলায় গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২১ আগষ্ট) রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত প্রতারক রবীন্দ্র কুমার সিংহ ঘোড়ামারা গ্রামের ধনঞ্জয় সিংহের ছেলে।তিনি এনজিও সংস্থা হীড বাংলাদেশের যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের যক্ষা নিয়ন্ত্রণ সহকারী হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।

জানা গেছে,কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার মৃত হরি কৈরীর ছেলে বিকাশ কৈরীর নিকট ব্যবসা করার কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা ধার নেন প্রতারক রবীন্দ্র কুমার সিংহ। পরে দেনাদার রবীন্দ্র কুমার সিংহ পাওনাদারকে সময় মত টাকা দিতে না পেরে একটি চেক প্রদান করেন। পরে উক্ত চেকটি সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় প্রত্যাখাত হয়। এ ঘটনায় পাওনাদার বিকাশ কৈরী বাদী হয়ে আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করলে পুলিশ এ মামলায় শুক্রবার রাতে রবীন্দ্র কুমার সিংহকে গ্রেপ্তার করে ।

কমলগঞ্জ থানার এস.আই অনিক বড়ুয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন আজ শনিবার (২২আগষ্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Developed By Radwan Ahmed