কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় বিএমএ’ এর চিকিৎসক এবং প্রবাসীদের উদ্যোগে স্থাপন হয়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএফএনসি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মৌলভীবাজার বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খানের সভাপতিত্বে এইচএফএনসি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংস সদস্য নেছার আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পারথি সারথি ত্ত, সিভিল সার্জন ডা. তউহী আহমদ, মেয়র ফজলুর রহমান ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খান বলেন, বিএমএ’র চিকিৎসক এবং প্রবাসীদের উদ্যোগে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ-তে ম্যানিফোল্ড সিলিন্ডার অক্সিজেন প্লান্টসহ তিনটি এইচএফএনসি এবং কোভিড ডেডিকেটেড আইসিইউ সুরক্ষা স্থাপন ও হস্তান্তর করা হয়েছে। এ উদ্যোগের ফলে এখন করোনা রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন দেয়া সম্ভব হবে। আর এতে বাঁচানো যাবে করোনা আক্রান্ত অনেক রোগীর জীবন।