Logo

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আর নেই

রিপোটার : / ৫৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) আনুমানিক রাত আড়াইটার দিকে তিনি রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজিজুর রহমানের ভাতিজা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজিব হাসান এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান কর্মজীবনে সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু আর্দশের একজন নির্মোহ রাজনীতিবিদ, সিলেট অঞ্চলের অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বলিষ্ট নেতা।

তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজিজুর রহমান জেলা আওয়ামী লীগ সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। তিনি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত ভুষিত হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed