কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজারের বড়লেখায় গোয়ালঘরে আগুন লেগে এক কৃষকের তিনটি গরু ও ৫৫টি হাঁস-মোরগ পুড়ে মারা গেছে। ১৪ আগষ্ট শুক্রবার মধ্যরাতে উপজেলার বর্ণি ইউনিয়নের মুদৎ গ্রামের কৃষক মো. ফারুক আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে।
তবে গোয়ালঘরে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। খবর পেয়ে শনিবার দুপুরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরির্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের কৃষক মো. ফারুক আহমদের গোয়ালঘরে আগুন লাগে। রাত তিনটার দিকে প্রতিবেশীরা গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে ফারুকে ডাকাডাকি করেন। ডাকাডাকি শুনে ফারুক ঘুম থেকে উঠে দেখতে পান তাঁর গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ফারুক আহমদ শনিবার দুপুরে বলেন, কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। তবে মনে হচ্ছে কেউ শত্রুতাবশত এই কাজ করেছে। তা নাহলে এখানে আগুন লাগার কথা নয়।
বড়লেখা ফায়ার স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না।