Logo

রাজনগরে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কার খাদে ১ জন নিহত

রিপোটার : / ৫৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) মধ্যরাতে কুলাউড়াগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ফ ১১-৫০১৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাজনগর চা বাগানের ২৪ নং সেকশনের লালমাটিয়া এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গাড়ির যাত্রী অনল রাম মালাকার (৫০) ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত অনল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মইনতাম গ্রামের নিতাই রাম মালাকারের ছেলে। এ ঘটনায় গাড়ির চালক পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানান, নিহত যাত্রী মারাত্মকভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

অপরদিকে গত ১৩আগস্ট সকাল ১০ টার দিকে উপজেলার কদমহাটা এলাকায় মৌলভীবাজারগামী একটি মাক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-০৪৪৬) ও একই পথগামী (মৌলভীবাজার থ ১২-০৪৮২) সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের বাহিরে পড়ে যায়। এই ঘটনায় দুই গাড়ির আহত হন ৫ জন।একই এলাকায় গেল ক‘দিন আগে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে হোন্ডা আরোহী মারা যায়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed