কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোকামবাজার থেকে একটি মুখপোড়া হনুমানকে এলাকাবাসী আটক করে। পরে এটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, মঙ্গলবার সকালে মোকামবাজারে একটি মুখপোড়া হনুমান লোকালয়ে চলে আসে। সেসময় স্থানীয় এলাকাবাসীর হনুমানটিকে আটক করে। পরে ঢাকার এক ব্যবসায়ী ওই হনমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
বিকালে হনুমানটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।